বস্তির দৌড় জিতে এবার ডেজার্ট ডান্স ফ্রিডার, দেখুন ট্রেলর

মু্ক্তি পেল ফ্রিডা পিন্টো অভিনীত হলিউড ছবি ডেজার্ট ডান্সের প্রথম ট্রেলর। প্রথম ট্রেলরে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে নাচের মহড়া দিচ্ছেন ফ্রিডা।

নৃত্যশিল্পী আফশিন গাফারিয়ানের জীবনের ওপর তৈরি ছবি ডেজার্ট ডান্স। আফশিনের ভূমিকায় অভিনয় করেছেন রিস রিচি। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের ক্লাসরুমে নাচার জন্য শাস্তি দেওয়া হচ্ছে ছোট্ট পড়ুয়া আফশিনকে। কিন্তু তাতে রোখা যাচ্ছে না তার স্বপ্ন। মাইকেল জ্যাকসন, জেন কেলি ও রুডলফ নুয়েরভের ভিডিও দেখেই নাচ শিখে নিচ্ছে আফশিন। ধীরে ধীরে বড় হয়ে বন্ধুদের সঙ্গে ডান্ত অ্যাকাডেমি খুলছে আফশিন। তাদের মধ্যে রয়েছে ফ্রিডা অভিনীত চরিত্র এলালেহও।

দেখুন ট্রেলর,

আরলিঙ্গটন থিয়েটারে সান্টা বারবারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম রাতেই দেখানো হচ্ছে রিচার্ড রেমন্ড পরিচালিত ডেজার্ট ডান্স। ছবিতে রয়েছেন নাজনিন বোনিয়াদি, টম কালেন ও মারমামা করলেট। আগামী ১৭ এপ্রিল সর্বোতভাবে মুক্তি পাওয়ার আগে ১০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডেজার্ট ডান্স।



মন্তব্য চালু নেই