বসার ভঙ্গি দেখে মেয়ে চেনা যায়, বোঝা যায় চাহিদা! জেনে নিন সেই উপায়…

১। মেয়েদের লম্বা পা সব সময়েই আকর্ষণীয়। বসার ভঙ্গিতে যে মেয়ে সেই পা উন্মুক্ত করে রাখে বুঝতে হবে সে দৃষ্টি টানতে জানে।

২। মেয়েরা পা ভাঁজ করে বসে। যে মেয়ে হাঁটুকে উপরের দিকে করে বসে বুঝবেন, সে একটু ভাবুক প্রকৃতির।

৩। অনেক মেয়ের বসা দেখে পুরুষের ভঙ্গির সঙ্গে আলাদা করা যায় না। বুঝবেন, এরা খুব খোলামেলা এবং স্পষ্টবাদী।

৪। মেয়েদের মধ্য পায়ের যত্ন নেওয়ার অভ্যাস বেশি দেখা যায়। আর সেই যত্নে সাজানো পা কেউ আড়াল করে বসলে বুঝবেন সেই মেয়ে খুবই লাজুক।

৫। হাই হিল জুতো পরা মেয়েরা সাধারণত উন্নাসিক হয়। আর যে মেয়ে বসার ভঙ্গিতে সেই হিল জুতো পরা পা উপর দিকে তুলে রাখে সে মেয়ে উগ্র স্বভাবের।

৬। অনেক মেয়ে বারবার বসার ভঙ্গি বদল করে। দেখলেই বোঝা যায় এরা চঞ্চল প্রকৃতির। সেই সঙ্গে মনে রাখবেন এরা খুব সফল হয়।

৭। বসার ভঙ্গিতে কোনও মেয়ে যদি তার পায়ের যত্ন তুলে ধরতে চায় বুঝবেন সে সৌখিন তো বটেই পাশাপাসি সেটা প্রকাশ করতে চায়।

৮। বসার ভঙ্গি যদি খুব এলোমেলো হয় তবে বুঝবেন এই মেয়ে একেবারেই সাধারণ। যৌনতাতেও সেই মেয়ের আলস্য।

৯। প্রেম করার সময়ে বিশেষ করে প্রেম নিবেদন করার সময়ে যদি দেখেন মেয়েটির দুই পায়ের মধ্যে অনেকটা দূরত্ব তবে বুঝবেন সে প্রেমে পড়েছে।

১০। আর যদি প্রেম নিবেদনের সময়ে কোনও মেয়ে পা দু’টি ক্রস করে রাখে তবে আশা ছাড়তে হবে। কারণ, সে বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে না।



মন্তব্য চালু নেই