বল ছাড়াই বোলিং! (ভিডিও)
ক্রিকেটের অস্ত্র কিন্তু দুটি। বল আর ব্যাট। ব্যাটসম্যানরা বোলারদের করা বল পিটিয়ে রান তোলেন আর বোলারদের চিন্তায় উইকেট নেওয়া। কিন্তু ভাবুন তো, বল ছাড়াই বল করতে চলেছেন। তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে! বিশ্বাস করুন, এমনটাই ঘটেছিলো ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের মধ্যেকার এক টেস্টে।
সেবার কার্টলি অ্যামব্রোসের সঙ্গে একই ম্যাচে খেলার সুযোগ হয়েছিলো বেঞ্জামিনের। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ঘটে এমন মজার ঘটনা।

উইকেট পড়ার পর ব্যাট করতে আসেন ইংলিশ ক্রিকেটার মাইক ওয়াটকিনসন। বোলার বেঞ্জামিন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ডের ব্যাটসম্যান, এমনকি আম্পায়ারদের পর্যন্ত মনে নেই, বেঞ্জামিন এখনো বল নেননি। আর ওদিকে বোলার বেঞ্জামিনও মনের ভুলে বোলিং লাইনআপ থেকে দৌড়ানো শুরু করেছেন। বল ডেলিভারি দেওয়া ঠিক আগ মুহুর্তে তার মনে হলো, তার হাতে তো বল নেই!

তখনই দৌড় থামিয়ে আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নিলেন। এই ঘটনায় খেলার মধ্যেই হাস্যরসের সৃষ্টি হয়। একই সঙ্গে ক্রিকেট ইতিহাসের অন্যতম মজার ঘটনাতে পরিণত হয় এটি।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=numoTXwv7Zo

















মন্তব্য চালু নেই