বলের আঘাতে চোখ গেল পুলিশের

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। মার মার কাট কাট অবস্থা। এক একটা বল গ্যালারিতে আছড়ে পড়ে আর পুরো স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়ে। তবে আনন্দের সঙ্গে শঙ্কাও থাকে। সেটার পরিমাণ অবশ্য অনেক কম। অনেক কম হলেও সেই শঙ্কাই এবার কাল হলো এক পুলিশ কনস্টেবলের জন্য। বলের আঘাতে এবার চোখ হারালেন কলকাতার এক পুলিশ।

ইডেন গার্ডেনে ‘জি’ ব্লকের আপার টিয়ারে ছিলেন পুলিশ কনস্টেবল অলোক আইচ (৫৩)। কিংস ইলেভেন পাঞ্জাবের ডেভিড মিলারের ছক্কা সোজা গিয়ে লাগে তার চোখে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু তার চোখটা আর বাঁচানো যায়নি।

চক্ষু বিশেষজ্ঞ শৌভিক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, ‘সাদা বল রাখা হয় যাতে দিন-রাতের খেলায় তা দৃশ্যমান হয়। কিন্তু ফ্লাডলাইটে দর্শকেরা বল না-ও দেখতে পারেন। বল লেগে চোখ নষ্ট হওয়ার এই ঘটনা নজিরবিহীন।’

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ঘটনাটি সত্যিই মর্মান্তিক ও দুঃখজনক। কিন্তু এর জন্য কাউকে কি দায়ী করা যায়? হেডিংলেতে একবার আমার হাঁকানো ছক্কাতেও এক দর্শকের মাথায় গুরুতর চোট লেগেছিল।’



মন্তব্য চালু নেই