বলেন দেখি, কয়টি মেয়ে এখানে?
ছবিটি দেখে বলতে পারবেন, কয়টি মেয়ে আছে ছবিটিতে? চেষ্টা করে দেখুন। পারলেও অন্যরা না পারলেও আপনি হয়তো পারবেন। সমস্ত ইন্টারনেট দুনিয়া মাতিয়ে বেড়াচ্ছে ছবিটি। এখানে থাকা মেয়েদের সংখ্যা নিয়ে এখন পর্যন্ত কেউ একমত হতে পারেনি।
গত সপ্তাহে ফটো বিষয়ক সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন সুইজারল্যান্ডের আলোকচিত্রী তিজিয়ানা ভারগারি। আর এরপর থেকে সৃষ্টি হয়েছে তুমুল আলোড়ন। ছবিটিতে এ পর্যন্ত লাইক পড়েছে এক কোটি ৬৫ লাখ। আর মন্তব্য (কমেন্ট) এসেছে সাতশ’র বেশি।
ছবিটির থাকা মেয়েদের সংখ্যা নির্ণয়ে উঠেপড়ে লেগেছেন অনলাইন ব্যবহারকারীরা। কেউ বলছেন, তিনজন, কেউ চার, কেউ দুই। আবার কেউ বলছেন জমজ বোনদের কথা। অনেকে প্রশ্ন করেছেন, আয়নাটা আসলে কোনদিকে। একমত হতে পারেননি কেউ।
সর্বশেষ অবশ্য ভারগারি বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, এখানে আসলে দুইটি মেয়ের ছবি। তারা দুই বোন । একটি আয়নার মধ্যে তাদের দেখা যাচ্ছে। সবচেয়ে কাছের মেয়েটিকেও মূলত দেখা যাচ্ছে আয়নার মধ্যে। তবে আয়নার ছবিটি ক্যামেরায় ধারণ না করার কারণেই যত ঝামেলার সৃষ্টি হয়েছে।
মন্তব্য চালু নেই