বলি পর্দায় ফের নেহা…

চরিত্রের প্রয়োজনে খোলামেলা হতে যার বাধা নেই বলে সবসময় উচ্চবাক্য করেন, তিনি তামিল আবেদনময়ী অভিনেত্রী নেহা শর্মা! ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’তে খোলামেলাভাবে নিজেকে তুলে ধরে সেই স্বাক্ষর তিনি ইতিমধ্যে রেখেছেনও। তার আবেদনময়ী ভঙ্গি আর শরীরী কায়দার অসামান্য দৃশ্য নজর কেড়েছে সবার। ফের আবেদন ছড়াতে নেহা আসছেন বলি পর্দায়।

জানা গেছে, ‘হেরা ফেরি-৩’ এ আবেদন ছড়াতে ফের বলি পর্দায় আসছেন অভিনেত্রী নেহা শর্মা। সুনীল শেঠি আর পরেশ রাওয়াল যে যার জায়গায় ঠিক আছেন। কিন্তু অক্ষয়ের জায়গায় ঢুকছেন জন আব্রাহাম। কিন্তু, জনের নায়িকা কে হবেন তা নিয়ে এতদিল দোলাচাল ছিল বলিউডে। শোনা যাচ্ছিল নার্গিস ফাখরির কথা! তবে এবার আর নার্গিস নন, জনের বিপরীতে থাকছেন নেহা শর্মা।

নেহা এর আগে ‘ক্রুক’-এ কিসার বয় ইমরান হাসমির বিপরীতেও অভিনয় করেছেন। ‘ইয়ংগিস্তান’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন নেহা।

উল্লেখ্য, ‘হেরাফেরি-৩’ নামের ছবিটি পরিচালনা করছেন নীরজ ভোরা।



মন্তব্য চালু নেই