বলিভিয়ার অপরাধে বিপদে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা!
শেষ তিন ম্যাচে হেরে সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার পথ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। এবার বলিভিয়ার অপরাধে আরেক সমস্যায় পড়েছে মেসি-আগুয়েরোদের দল।
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে গোলশূন্য ড্র এবং পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় বলিভিয়া। দুটি ম্যাচেই শেষের দিকে নেলসন কাবরেরাকে বদলি হিসেবে মাঠে নামায় দলটি। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার ইতোপূর্বে প্যারাগুয়ের জাতীয় দলের হয়ে খেলায় তার বৈধতা নিয়ে ফিফার কাছে অভিযোগ করে চিলি এবং পেরু। তদন্তের মাধ্যমে কাবরেরার অযোগ্যতার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে সংস্থাটি।
শাস্তি হিসেবে বলিভিয়ার থেকে ৪ পয়েন্ট কেড়ে নিয়েছে ফিফা। সেই সঙ্গে তাদের ১২ হাজার সুইফ ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। অন্যদিকে ওই দুই ম্যাচে পেরু ও চিলিকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। আর এতেই আর্জেন্টিনাকে টপকে পাঁচে চলে গেছে চিলি।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট তালিকার সেরা চার দল সরাসরি এবং পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পাবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
মন্তব্য চালু নেই