বলিপাড়ার নতুন কেমিস্ট্রি জন-সোনাক্ষী
বলিপাড়ার নতুন রসদ সোনাক্ষী-জন আব্রাহাম। শোনা যাচ্ছে, জন আর সোক্ষীর মধ্যে বেশ ভালো মতোই কেমিস্ট্রি জমে উঠেছে।
বিপুল শাহের ছবি ‘ফোর্স’ সিক্যুয়ালে আবর্তিত হচ্ছে। যেখানে প্রথমবার অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যাবে দাবাং গার্ল আর জিসম হিরোকে।
বলিঅন্দরের খবর, ছবিটি পরিচালনা করতে চলেছেন অভিনয় দেও। ছবিতে জনের এন্ট্রিও নাকি পাকাপাকি। তবে সোনাক্ষি নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আপাতত জন ব্যস্ত আছেন ‘ওয়েলকাম ব্যাক’ ছবির শুটিংয়ে। সম্প্রতি নিজের ট্যুইটার ওয়ালে এই ছবির ফার্স্টলুক পোস্ট করেছেন তিনি। অন্যদিকে সোনাক্ষী ‘আকিড়’ নিয়ে ব্যস্ত। এই ছবিটি মূলত একটি নারীকেন্দ্রিক ছবি। যেখানে অ্যাকশন করতে দেখা যাবে সোনাক্ষীকে।
শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হতে চলেছে ‘ফোর্স-২’-এর। আগামী বছর মুক্তি পেতে চলেছে ছবিটি।
মন্তব্য চালু নেই