বলিউড সুন্দরীর ৭ মিনিটের সিকোয়েন্সে মুগ্ধ সবাই

এবারের কান চলচ্চিত্র উৎসবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বলিউডের এক জনপ্রিয় তারকা। তিনি এক অপহৃত মেয়ের মায়ের ভূমিকায় অভিনয় করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন উপস্থিত সবাইকে। বলছি বলিউডের বিখ্যাত অভিনেত্রি ঐশ্বরিয়া রায় বচ্চনের কথা। এবারের কান উৎসবে তার অভিনিত ‘জাজবা’ সিনেমার ৭ মিনিটের উত্তেজনাময় একটি সিকোয়েন্স সবাইকে মুগ্ধ করেছেন।

কানে প্রদর্শন করার জন্য ‘জাজবা’ সিনেমার নির্মাতা সঞ্জয় গুপ্ত কোন ট্রেলার নির্মাণ করেননি, বরং তিনি সিনেমাটিরই বিশেষ এক দৃশ্য প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন। তবে এই সিনেমার সাউন্ড ডিজাইনার রেসুল পুকুটি এই সিনেমার নাটকীয় দৃশ্যগুলোতে শব্দের এমন মাত্রা যোগ করেছেন যে তা এই সিনেমাকে অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছে।

৭ মিনিটের এই সিকোয়েন্সটি দেখে এক জার্মান সমালোচকের চোখ জলে ভরে গেছে। ঐশ্বরিয়া তার মেয়ের জীবন বাঁচানোর জন্য যেভাবে মিনতি করছিলেন তা দেখে সকলেই আবেগপ্রবণ হয়ে যান।



মন্তব্য চালু নেই