বলিউড অভিনেতার বিরুদ্ধে টিভি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ
বলিউড অভিনেতা বিশাল ঠাক্কারের বিরুদ্ধে এক টিভি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ‘ট্যাঙ্গো চার্লি’, ‘চাঁদনী বার’ ছবির অভিনেতা বিশালের বিরুদ্ধে শুধু ধর্ষণ নয়, আরও একাধিক মামলা করা হয়েছে। ‘বিগ বস ৭’ এ দেখা গিয়েছিল এই অভিনেতাকে।
মামলা করার পর এই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কে সেই টিভি অভিনেত্রী তা প্রকাশ করা হয়নি গণমাধ্যমে।
ছারকোপ থানার সিনিয়র ইন্সপেক্টর রামচন্দ্র জানিয়েছেন, অভিনেত্রীর অভিযোগ, নিজের বাড়িতেই বিশাল তাকে ধর্ষণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ, ৪২০ ধারায় প্রতারণা, ৩২৩, ৫০৯ ধারায় মহিলাদের অমর্যাদা এবং ৫০৬ ধারায় অপরাধমূলক কাজের জন্য মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই