‘বলিউডে ভাল বন্ধু মানে যৌনসঙ্গী’
বলিউডে তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সবচেয়ে বেশি যে উত্তরটি পাওয়া যায় তা হলো, ‘আমরা ভাল বন্ধু’। অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত এবার জানালেন, এই কথার আসল মানে।
বরাবরই খোলামেলা এবং সাহসী বক্তব্যের জন্য আলোচিত কাঙ্গানা সম্প্রতি তার নতুন সিনেমা ‘কাট্টি বাট্টি’র প্রচারের জন্য একটি রেডিও অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন। সেখানেই তিনি বলেন, “সিনেজগতে কেউ যখন বলে ‘শুধুই ভাল বন্ধু”, এর মানে তারা আসলে যৌনসঙ্গী।”
অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘কাট্টি বাট্টি’ সিনেমার সহ-অভিনেতা ইমরান খানও। কাঙ্গানার বক্তব্যকে নিজের মতো করে ব্যাখ্যা করে তিনি বলেন, “ ‘কেবল ভাল বন্ধু’ আসলে এক ধরনের সুবিধাবাদী বক্তব্য। এর মানে বন্ধুত্বও আছে, প্রেমও আছে।”
কাঙ্গানা অবশ্য এরপরও বলেন, “ সিনে জগতে ‘ভাল বন্ধু’ মানে তারা যৌনসঙ্গী, কিন্তু খুব বেশি প্রচারের আলো চান না।”
ইমরান খানের বিপরীতে কাঙ্গানা অভিনীত ‘কাট্টি বাট্টি’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। রোমান্টিক থ্রিলারটি পরিচালনা করেছেন নিখিল আদভানি।
মন্তব্য চালু নেই