বলিউডে ঝড় তুলবেন অবন্তিকা

রাম কাপুর-সানি লিওনের কুছ কুছ লোচা হ্যায় সিনেমার মধ্য দিয়ে নজড় কেড়েছেন বলিউডের নবাগত অভিনেত্রী অবন্তিকা ক্ষোত্রিয়। এই লস্যময়ীর অভিষেক হয় ২০১৩ সালে ওয়্যার চোদ না ইয়ার সিনেমার মধ্য দিয়ে।

এই নবাগতের মুক্তি অপেক্ষায় থাকা সিনেমা বটমস আপ। এতে তিনি অভিনয় করেছেন মিকা সিং এবং দিলবাগ সিং-এর বিপরীতে। ঝাসির এই তরুণী পড়ালেখা করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে।

বিশ্ব ঘুরে দেখাই নাকি তার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমি বাইক চালাতেও দারুণ পছন্দ করি। বাইক চালানোর ওপরে নানা ধরনের প্রশিক্ষণও নিয়েছি।’ তবে এখন এই তরুণী তার অভিনয় প্রতিভাকে প্রমাণ করতে বেশি মরিয়া।



মন্তব্য চালু নেই