বলিউডে আসছেন ‘স্বল্প বসনা’ ক্রিকেট সাংবাদিক

বলিউডে নাকি আরেক স্বল্প বসনার অভিষেক হতে যাচ্ছে। তিনি টিভি উপস্থাপিকা ময়ন্তি ল্যাঙ্গার। তিনি একটি বেসরকারি টিভিতে ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করেন।

তবে টিভিতে পোশাকের কারিশমায় শরীরের অনেকটাই দেখিয়ে বহু যুবকের ঘুম হারাম করে দিয়েছেন এই উপস্থাপিকা। এর পর আবার ম্যাক্সিম ম্যাগাজিনে তার খোলামেলা পোশাক দেখে হট হয়েছেন অনেকেই। এখন নাকি বলিউডের অনেক পরিচালকই তাকে চাচ্ছেন। তার শরীর পুঁজি করে ব্যবসার লোভ সামলাতে না পেরে অনেক প্রযোজকই তাকে লোভনীয় অফারও দিয়েছেন।

গতবছর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ যারা দেখেছেন, তারা নিশ্চয় এই সেক্সি ক্রিকেট সাংবাদিককে দেখেছেন।

জানা গেছে, ভারতের সামাজিক যোগাযোগের সাইটগুলোতে নাকি ময়ন্তিকে নিয়ে বেশ রসালো আলোচনা চলছে। অনেকেই তার ছবিতে অশ্লীল খায়েশের কথা লিখছেন। আর ফেসবুকে নাকি তার ভক্তের সংখ্যা দিনদিন বাড়ছে।



মন্তব্য চালু নেই