বলিউডে অভিষেক হচ্ছে শ্রী দেবী কন্যার!
হিট মারাঠি সিনেমা ‘সৈরত’ এর হিন্দি রিমেক করছেন বলিউডের প্রখ্যাত পরিচালক করণ জোহর। সিনেমার কাজ শুরু হওয়ার আগেই নানা গুজব রটেছে এই সিনেমা নিয়ে। এই গুজবেই নতুন সংযোজন জাহ্নবী কাপুর।
শ্রী দেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী বলিউডে দ্রুত অভিনয়ে আসছেন তা নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু এবার বনি কাপুর নিজেই জানালেন বলিউডে জাহ্নবীর অভিষেকের দায়িত্ব করণ জোহরের। ফলে ‘ধর্ম প্রোডাকশন’ এর ব্যানারেই প্রথম দেখা যাবে তাকে।
এই গুজবে কার্যত সিলমোহর দিলেন বনি। এবার তাই বলিপাড়ায় নতুন জল্পনা সৈরতের রিমেকেই কি তবে অভিষেক ঘটছে জাহ্নবীর? করণ জোহার অবশ্য এই বিষয়ে কোনও কথা বলেননি। বনিও নিশ্চিত ভাবে সিনেমার নাম উল্লেখ করেননি।
কিন্তু অনেকেই মনে করছেন এই গুজবেও সিলমোহর পড়তে চলেছে। কারণ নাম না বললেও করণ জানিয়েছেন, এই রিমেকে নতুন মুখ রাখছেন তিনি।
মন্তব্য চালু নেই