বলিউডের ঝগড়াটে নায়িকাদের গল্প

কেউ বয়ফ্রেন্ড নিয়ে চুলোচুলি করেন। কেউ ছবি নিয়ে। বলিউডে ক্যাট ফাইট থামার কোনও লক্ষণ নেই। অবস্থা এতটাই চরমে, যে এঁদের অনেকের মুখ দেখাদেখিও বন্ধ। মাঝখান থেকে নাজেহাল পরিচালকেরা। বলিউডের নায়িকাদের পারস্পরিক ঝগড়া আর কোন্দল নিয়ে আজকের এ মজার আয়োজন।,

মেক আপ আর্টিস্ট নিয়ে ক্যাটরিনা-আনুশকার ঝগড়া

actress

এঁদের ঝগড়াটা একটু অন্য রকমের। প্রেমজনিত ফ্যাসাদটা নেই। ক্যাটরিনা আর আনুশকার চুলোচুলি মেকআপ আর্টিস্ট নিয়ে। দু’জনের মেকআপ আর্টিস্ট একই লোক। আনুশকা তাঁকে নিয়ে ১৫ দিনের জন্য লন্ডনে যাচ্ছিলেন শুটিংয়ে। কিন্তু শেষ মুহূর্তে ক্যাটরিনার কাঠি! মেকআপ আর্টিস্টকে যেতে দিলেন না। আনুশকাকে অন্য আরেকজনকে দিয়ে কাজ সারতে হল। কিন্তু এর পর থেকে আনুশকা নাকি ক্যাটরিনার নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে ওঠেন।

বিপাশার ওপর এখনো খেপে আছেন কারিনা

3VPROp0

বলিউডে কথাই আছে, কারিনাকে না চটানো ভালো। কারণ তিনি উচিত শিক্ষা দিতে সদা প্রস্তুত। এই ভুল কাজটাই করে বসলেন বিপাশা বসু। সেই ‘আজনাবি’ ছবির সময় থেকে আদায় কাঁচকলায় দু’জনের। ছবিতে কার দৃশ্য বেশি, কাকে বেশি ভাল দেখাচ্ছে- এই সব নিয়েই বিপত্তি। কারিনা এততাই খেপেছিলেন বিপাশার উপর, যে তাঁকে ‘কালি বিল্লি’ও বলেছিলেন। ছাড়েন নি বিপাশার তখনকার বয়ফ্রেন্ড জন আব্রাহামকেও। জন’কে অভিব্যক্তিহীন বলেও ব্যাখ্যা করেছিলেন কারিনা। মাঝে একটা অনুষ্ঠানে ভদ্রতার খাতিরে দু’জনে গলা জড়াজড়ি করেছিলেন বটে, কিন্তু বেগমের মেজাজ তাতে ঠান্ডা হয়নি। কারিনা রাগ এতটাই পুষে রাখেন, যে এখনও পর্যন্ত কোনও ছবিতেই তিনি বিপাশার সঙ্গে কাজ করেননি।

শহীদ কাপুরকে নিয়ে কারিনা-প্রিয়াংকার দ্বন্দ্ব

MWE4ZRx

কারিনার ‘নেক নজরে’ রয়েছেন আরও এক নায়িকা। এখানেও প্রেম-কিসসা। কারিনার প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক একটু মাখোমাখো হতেই কারিনা গেলেন খেপে। কারণটা অবশ্য বোঝা গেল না। তিনি তো শহীদের সঙ্গে সব সম্পর্ক চুকিয়েই ফেলেছিলেন। তা হলে প্রিয়াংকার সঙ্গে শহীদের প্রেমে কী আসে যায়। তাই তিনি প্রিয়াংকার নামে দু’চার কথা বলেও বসেন নানা জায়গায়। ‘কফি উইথ করণ’ এ এসে কারিনা বলেছিলেন, প্রিয়াংকার উচ্চারণ কৃত্রিম। ‘অ্যাতরাজ’ ছবিতে তাঁরা দু’জনেই ছিলেন। প্রিয়াংকা সেখানে খল চরিত্রে অভিনয় করে কারিনার চেয়ে বেশি প্রশংসা পেয়েছিলেন। তাতেও খেপেছিলেন বেবো। ‘ডন’ এ দু’জনে অভিনয় করলেও একফ্রেমে দেখা যায়নি তাঁদের। শাহরুখ খানের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেট’এ উপস্থিত ছিলেন কারিনা-প্রিয়াংকা। সেখানেই কারিনা বলে বসেন, তিনি তাঁর সমসাময়িক কোনও নায়িকাকেই নিজের প্রতিযোগী মনে করেন না, একমাত্র রানি মুখার্জী ছাড়া। মুখোমুখি এহেন অপমানে বেশ চটেছিলেন প্রিয়াংকা।

শাহরুখ-অভিষেক কে নিয়ে ঐশ্বরিয়া-রানির মুখ দেখা-দেখি বন্ধ

0JcJu7b

এখানেও প্রেম। এখানেও ক্যারিয়ার। দুইয়ের গেরোতে মিলে বাকি সব ছারখার! ঐশ্বরিয়া রাই বচ্চন আর রানি মুখার্জীর সম্পর্কটা এমনই। ‘চলতে চলতে’ ছবিতে ঐশ্বরিয়ার কাজ করার কথা ছিল শাহরুখের সঙ্গে। কিন্তু মাঝখান থেকে রানি মুখার্জী ঢুকে পড়লেন দৃশ্যে। ব্যস, তখন থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল। পরিস্থিতি আরও ঘোলাটে হল যখন অভিষেক বচ্চনের সঙ্গে রানির প্রেমটা জমল না। রানি বচ্চন পরিবারের বউ হয়ে যাচ্ছিলেন প্রায়। কিন্তু ঐশ্বরিয়া এমন জোরদার এন্ট্রি নিলেন, যে রানি একেবারে বোল্ড! দুই নায়িকার সম্পর্কটা এতটাই খারাপ হয়েছিল যে অভিষেকের বিয়েতে রানিকে নিমন্ত্রণ পর্যন্ত করেননি। ঐশ্বরিয়া যেমন কোনদিন রানির সঙ্গে ছবি করেননি, তেমনই অভিষেককেও আর রানির সঙ্গে কাজ করতে দেখা যায়নি।

সৌন্দর্যের প্রতিযোগিতায় ঐশ্বরিয়া বনাম সুস্মিতা

HF5lAPm

একেবারে অঘোষিত লড়াই। সেই ‘মিস ইন্ডিয়া’র সময় থেকে চলছে। এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায়। ‘মিস ইন্ডিয়া’র খেতাবটা সুস্মিতা নিয়ে নিলেন। ঐশ্বরিয়া সে ক্ষোভ ভুলতে পারেননি। যতই তিনি মিস ওয়ার্ল্ড হন। ভুলবেনই বা কী করে? ততদিনে সুস্মিতা যে মিস ইউনিভার্স হয়ে গিয়েছেন! মডেলিং দুনিয়ার প্রতিযোগিতা বহাল রইল ফিল্ম দুনিয়াতেও। কিন্তু এখানে ঐশ্বরিয়া বাজি মেরে বেরিয়ে গেলেন। অ্যাশ ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি পোক্ত করলেন। আর সুস্মিতা সেভাবে ক্যারিয়ারই গড়তে পারলেন না। এরা কেউ কোনওদিন একে অপরের বিরুদ্ধে কুৎসা করেননি। স্রেফ অবজ্ঞা দেখিয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস খেলার জন্য অ্যাশ আবার তৈরি। নিয়মিত শিরোনামেও থাকেন। সেখানে সুস্মিতা একটা বাংলা ছবি করলেও সেই অন্তরালবাসিনীই।

ঐশ্বরিয়াকে আন্টি বললেন সোনম!

TPlHRLt

কেউ যে সাহসটা দেখাতে পারেননি, সেটাই করে দেখিয়েছিলেন সোনম কাপুর। ঐশ্বরিয়াকে একেবারে ‘আন্টি’ বলে বসেছিলেন। একটি জনপ্রিয় বিউটি প্রোডাক্টের মুখ ঐশ্বরিয়া। সোনমও সেই ব্র্যান্ড এনডোর্স করেন। সেই প্রসঙ্গেই সোনম ‘আন্টি’ বলে উল্লেখ করেন ঐশ্বরিয়াকে। তাঁকে আগের প্রজন্মের অভিনেত্রীও বলেন সোনম। এ বিষয়ে মিডিয়াতে প্রচুর জলঘোলা হয়। যদিও ঐশ্বরিয়া এ নিয়ে কোনও মন্তব্য করেননি। সোনম অবশ্য এতেও ক্ষান্ত দেননি। কান চলচ্চিত্রোৎসবের রেড কার্পেট থেকে ঐশ্বরিয়ার নাম কাঁচি করার চেষ্টা করেছিলেন। তাতে সফল হননি যদিও।



মন্তব্য চালু নেই