বলিউডের কাউকে বিয়ে করবেন না কঙ্গনা

বলিউডে ক্যারিয়ার শুরুর পর এখন সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। কুইন সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। আর এ সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডের কাউকে বিয়ে করবেন না তিনি।

সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তার অনীহা সম্পর্কে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেছেন, ‘আমার বিয়ে নিয়ে কোনো অনীহা নেই। কখনোই বলিনি আমি বিয়ের বিপক্ষে। কিন্তু সত্যি বলতে কি, বলিউডে সম্পর্ক টিকিয়ে রাখাটা খুব কঠিন। আপনি যদি কোনো অভিনেতাকে বিয়ে করতে চান তাহলে তার আর আপনার ক্যারিয়ার গ্রাফ যদি এক না হয় তাহলে অনেক সমস্যার সৃষ্টি হয়। আপনি যদি আপনার সঙ্গীর চেয়ে কম সাফলতা পান তাহলে সমস্যা আরো দ্বিগুন হতে থাকে।’

বলিউডের কাউকে বিয়ে করবেন না জানিয়ে তিনি বলেন, ‘বলিউডে অনেক সফল অভিনয় শিল্পীদের দেখা গেছে তারা আরেক জনের প্রতি আকৃষ্ট হয়েছেন। কিন্তু পরবর্তীতে তাদের সম্পর্কটি জটিল আকার ধারণ করেছে। আমি মনে করি আমার পক্ষে বলিউডের কাউকে বিয়ে করা সম্ভব নয়। তবে বিয়ে নিয়ে আমার এখন কোনো পরিকল্পনা নেই। আমি এখন অভিনয়টাকেই গুরুত্ব দিচ্ছি।’



মন্তব্য চালু নেই