বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে সরস্বতী পূজা উদযাপন

মো. শাহীন সরদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে: পূজারম্ভ, পুষ্পাঞ্জলি প্রদান, আনন্দ র‌্যালী, প্রসাদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি কেন্দ্রীয় মন্দির কমিটি ও সনাতন সংঘের উদ্যোগে শনিবার উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় মন্দির থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষিণ করে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, কেন্দ্রীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর ড. এ.কে.এম জাকির হোসেন, সনাতন সংঘের অনুসারিরা।

র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।



মন্তব্য চালু নেই