বর্জনের পরেও তিন সিটিতে বিএনপির ১৩ কাউন্সিলর জয়ী

নির্বাচন বর্জনের পরও ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন তিন সিটিতে বিএনপি সমর্থিত ১৩জন কাউন্সিলর জয়ী হয়েছেন। কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের পরও অধিকাংশ কেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে তিন সিটির কোনটিতেই জাতীয় পার্টির একজন কাউন্সিলরও জিততে পারেননি।

ঢাকা উত্তরে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৬টি ওয়ার্ডের মধ্যে ৩৫টির বেসরকারি ফলে আওয়ামী লীগ সমর্থিতরা ২১টিতে, আওয়ামী লীগের বিদ্রোহীরা ১২টিতে বিজয়ী হয়েছেন। আর বিএনপির দুজন প্রার্থী জয়ী হয়েছেন।

এরা হলেন, ২১ নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন। তিনি ঘুড়ি প্রতীক নিয়ে আ’লীগ প্রার্থীর চেয়ে দ্বিগুণ ১৪ হাজার ৮৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসমাইল ঠেলাগাড়ী প্রতীকে ১০ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন। আর আ’লীগ সমর্থিত প্রার্থী কদম আলী মাতবর পেয়েছে ৬ হাজার ভোট।

ঢাকা দক্ষিণে ৫৭ ওয়ার্ডের মধ্যে আ’লীগ সমর্থিত ২৯টি, আ’লীগের বিদ্রোহী ৪টিতে বিএনপি সমর্থিতরা ৭টি ও নির্দলীয় প্রার্থীরা তিনটিতে জয়ী হয়েছেন।
দক্ষিণে বিএনপির বিজয়ী কাউন্সিলররা হলেন, ৪০ নং ওয়ার্ডে মকবুল ইসলাম টিপু (ঘুড়ি) ১৫০০, ৪৪ নং ওয়ার্ডে এম এ শাহেদ মন্টু ৪৫ নং ওয়ার্ডে আব্দুল কাদির (লাটিম) ৫ হাজার ৯১ ভোটে জয়ী হয়েছেন।

এছাড়া ২৮ নং ওয়ার্ডে আনোয়ার আনোয়ার পারভেজ বাদল, ২৯ নং ওয়ার্ডে শফিফুল ইসলাম রাসেলিএবং কাউন্সিলর ৪৯ নং ওয়ার্ডে বাদল সরকার (বিদ্রোহী) কাউন্সিলর পদে জয়ী হয়েছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই সিটতে বিএনপির একমাত্র বিজয়ী হয়েছেন সুরাইয়া বেগম। তিনি আ’লীগ সমর্থিত প্রার্থীকে ৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন।

চট্টগ্রামের ৪১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিতরা ৩৫টি, বিএনপি সমর্থিতরা ৫টি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা দুটিতে জয়ী হয়েছেন।



মন্তব্য চালু নেই