বরের ছোটবেলার ছবি দেখে চমকে উঠলেন কনে!
বিয়ে ঠিকাঠাক কিন্তু আনুষ্ঠানিকতার আগে বর-কনে নিজেদের একটু চিনে নিচ্ছেন।
হবু বরের ছোটবেলার অ্যালবামটা যখন খোলা হলো, তখনই ঘটে বিপত্তি। হবু বরের ছোটবেলার ছবিতে নিজের মাকে দেখে চমকে উঠলেন কনে!
এমন ঘটনা ঘটেছে চীনে।
বিয়ের আগে হবু বরের ছবি দেখছিলেন কনে। তার চোখে পড়ে বরের পেছনে দাঁড়িয়ে থাকা লাল জ্যাকেট পরা এক মহিলা।
কনের চিনতে অসুবিধা হয়নি যে, তিনিই তার বরের মা। ২০০০ সালে চীনের লিং শান মাউন্টেনে জায়ান্ট বুদ্ধর মূর্তি দেখতে গিয়েছিলেন হেডং ঝ্যাং।
তখন তার বয়স মাত্র ১৪। সেখানে বুদ্ধমূর্তির সামনে তার তোলা ছবিতে একই ফ্রেমে রয়েছেন হবু শাশুড়ি।
১৫ বছর আগে ওই ছবি যখন তোলা হয়েছিল তখন কেউই কাউকে চিনতেন না। অনেক খুঁজে ওইদিনের একটি ছবি বের করেন ঝ্যাংয়ের শাশুড়িও।
দেখা যায়, তারা ওই ধর্মস্থানে গিয়েছিলেন একই বাসে করে।
মন্তব্য চালু নেই