বরিশালে ৭৪ কলেজ অধ্যক্ষকে শোকজ
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ জনের কম শিক্ষার্থী অধ্যয়নরত থাকায় ৭৪টি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের শাখা বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না একই সঙ্গে সে বিষয়টিও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (১৬ মে) বিকেলে বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি নোটিশ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ওই ৭৪টি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ জনের কম শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থী কম থাকায় এসব প্রতিষ্ঠানের শাখা বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে আগামী ২২ মে সকাল ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠানের সভাপতি বা সভাপতির প্রতিনিধি এবং অধ্যক্ষকে শিক্ষাবোর্ডে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সভায় কেউ অংশ না নিলে সংশ্লিষ্ট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হবে।
মন্তব্য চালু নেই