বরিশালে মাছ ধরতে গিয়ে দু’জনের সলিল সমাধী

খালে মাছ ধরতে গিয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে রিয়াজুল ইসলাম খান (২৫) ও চাঁন মিয়া সরদার (৬০) নামের দু’জনের সলিল সমাধী হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী ও আশুরাইল গ্রামে।

জানা গেছে, পশ্চিম বাইশারী গ্রামের মৃত জবেদ আলী সরদারের পুত্র চাঁন মিয়া সরদার বাড়ির সামনের খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

চাঁন মিয়া মৃগী রোগী ছিলেন। একইদিন উপজেলার চাখার ইউনিয়নের আশুরাইল গ্রামের শহিদ খানের পুত্র রিয়াজুল ইসলাম খান (২৫) বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জন্য পাতা জাল তুলতে গিয়ে জালে জড়িয়ে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই