বরিশালে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধণ

নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সোমবার সকালে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান।
জেলা প্রশাসকের আয়োজনে মেলার উদ্বোধণী সভায় জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আযাদ প্রমুখ। আলোচনাসভা শেষে অতিথিরা মেলায় অংশগ্রহনকারী স্টলগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে কাজের স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চতকরনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান এখন আর শুধু স্বপ্ন নয়, বাস্তবতা। সরকারি-বেসরকারি সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং সেবা গ্রহণকারীদের মধ্যে নিবিড় ও আন্তরিক সেতুবন্ধন বিনির্মানের মাধ্যমে ডিজিটাল সেবার সাথে সকল মানুষকে ব্যাপকভাবে পরিচিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস, সমাজ সেবা, পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মাহিলাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ ৩৪টি স্টল অংশগ্রহণ করেন।



মন্তব্য চালু নেই