বরিশালে জামায়াতের সেক্রেটারী গ্রেফতার
নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করার অভিযোগে জেলার মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা অহিদুল শরীফকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার নিজবাড়ি চরসোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাজিরহাট থানার ওসি এম.আর শওকত আনোয়ার জানান, অহিদুল শরীফ নাশকতা করার জন্য বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে এর আগেও থানায় মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই