বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
বরিশাল প্রতিনিধি ॥ বিভাগীয় শহর বরিশালে যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়। দিসবটি পালনে জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেলা আ’লীগের নেতা কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, এ্যাডভোকেট আব্দুর রশিদ খানসহ নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এর পরপরই বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের পক্ষে মহানগর আ’লীগের সাধারন সম্পাদক আফজালুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দরা পুস্পমাল্য অর্পন করেন।
মন্তব্য চালু নেই