বরাবর, আইন মন্ত্রী
বরাবর, আইন মন্ত্রী
(ক্রিকেটার রুবেল হোসেন কে উৎসর্গীত)
-জাকির সোহান
কি করবে কে কোথায়
সব খবর যায় কি রাখা?
এ যুগের মেয়েরা নাকি
প্রেম করতে খায় স্যাকা!
সয়না যে কাজ করে কেন
ভেবে সেটাই মানবাধিকার
বিছানায়ও কি রাখতে হবে
ফুল টাইম চৌকিদার?
কোনটা কিস কোনটা টিজ
যায়না তো আর বোঝা
সবখানে সি সি ক্যামেরা
নয় যে রাখা সোজা!
নিয়ে অনুমতি বউয়ের গায়ে
দিতে হলে হাত
যাবে জীবন সব শালাদের
খেতে জেলের ভাত!
নিরাপদে থাকার বেলুনটাকেও
যায় না করা বিশ্বাস
তবুও কেন ওকেই দিয়ে
রাজি খেলতে তাস?
বাচাঁতে মেয়েদের আইনমন্ত্রী
করূন একটা আইন
ছেলে ভোলাতে ভুলেও যেন
চায়না হতে ফাইন!
মন্তব্য চালু নেই