ববি হাজ্জাজকে অব্যহতি দিলেন এরশাদ
অনুমতি না নিয়ে এবং দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেকে প্রার্থী ঘোষণা করায় তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যহতি দেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বিকেল ৩টার দিকে অব্যহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
তিনি জানান, পার্টি চেয়ারম্যান ববি হাজ্জাজকে যে বিশেষ উপদেষ্টা বানিয়েছিলেন, এমন কোনো পদ পার্টির গঠনতন্ত্রে নেই। ফলে তাকে অব্যহতি দিয়েছেন চেয়ারম্যান। আজ থেকে পার্টি সংশ্লিষ্ট কোনো বিষয়ে তার সঙ্গে সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার সকালে বনানীতে ববি নিজেকে ডিসিসি উত্তরের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন। যদিও ইতিমধ্যে দুই সিটি করপোরেশনে জাতীয় পার্টির পক্ষ থেকে দু’জন প্রার্থী চূড়ান্ত হয়েছে।
আলোচিত ব্যবসায়ী ববি হাজ্জাজ জাপা চেয়ারম্যান এরশাদের খুব আস্থাভাজন ও বিশ্বস্থ বলে মনে করা হতো। এ অব্যহতির মধ্য দিয়ে জাতীয় পার্টি আবারো ধাক্কা খেলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য চালু নেই