ববিতার ‘পুত্র এখন পয়সাওয়ালা’

৭০-৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা অভিনীত নতুন সিনেমা পুত্র এখন পয়সাওয়ালা  ১৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে। নারগিস আক্তার পরিচালিত এই সিনেমাটি সারা দেশে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে অভিনেত্রী ববিতা বলেন, ‘অভিনয় থেকে আমি বিদায় নেইনি। ভাল গল্পের অভাবে কিছুদিন অভিনয় থেকে বিরত থেকেছি। ভাল গল্প, বিশেষ করে আমি যে ধরনের চরিত্রে অভিনয় করে আজকের ববিতা হয়েছি, সেই ধরনের চরিত্র পেলে আবার ক্যামেরার সামনে দাড়াবো।’

এ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমার গল্প খুবই ভালো হয়েছে। আমার বিশ্বাস এ সিনেমায় দর্শক তাদের পছন্দের ববিতাকেই খুঁজে পাবেন।’

এটিএন বাংলার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত পুত্র এখন পয়সাওয়ালা সিনেমায় ববিতার সঙ্গে রয়েছেন ইমন, শায়না আমিন, ফারাহ রুমা, ওমর আয়াজ অনি, রীনা খান, আলীরাজ এবং মিশা সওদাগর।



মন্তব্য চালু নেই