বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪০ কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজানের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। কৃষক থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত বন্যকবলিত মানুষের কল্যাণে আমরা একটি তালিকা তৈরি করেছি। এতে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরও পর্যাক্রমে সহায়তা প্রদান করা হবে। গত ৮ আগষ্ট শনিবার সাংসদের ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৬৪০ কৃষককে নাবি জাতের আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, ফৌজিয়া খানম মিনা, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, রাউজান নির্বাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমা, রাউজান পৌরসভার প্যানেল মেযর বশির উদ্দিন খান, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি ও প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান কাজী দিদারুল আলম, চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ভূপেষ বড়–য়া, দিদারুল আলম, আনোয়ার চৌধুরী, নুরুল আবছার বাসি, কাউন্সিরল আলমগীর আলী, নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, সামিমুল ইসলাম চৌধুরী সামু, এস.এম.আসাদ উল্লাহ, শাহানাজ বেগম, কামরুন নাহার বেগম, জান্নাতুল ফেরদৌস ডলি, রাউজান উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, ওসি প্রদীপ কুমার দাশ পিপিএম, কৃষি কর্মকর্তা শামিম হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতিক রহমান চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা সিকু কুমার বড়য়া, সঞ্জিব কুমার সুশিল, সঞ্জন চন্দ্র সিবু কুমার দে। একই দিন রাউজান উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের সমন্বয় সভায় এবিএম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই