বন্যার্তদের সঙ্গে বসে খাবার খেলেন কাদের সিদ্দিকী
গত ছয় দিন ধরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার সিরাজগঞ্জের কাজীপুরে মাজনাবাড়ী গ্রামে তিনি বন্যার্তদের জন্য খিচুড়ি রান্না করে বিতরণ করেন। এ সময় তিনি নিজেও বন্যার্তদের সঙ্গে বসে খাবার খান।
শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ আগস্ট কাদের সিদ্দিকী টাঙ্গাইল থেকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৌঁছেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুটি ইঞ্জিনচালিত নৌকা, একটি স্পিড বোটে রৌমারী উপজেলার পাখিউড়া, বাঘুয়ার চর, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রাজিবপুরের নয়ারচর, দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানির চর ভালোগ্রাম এলাকায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার এবং কাপড়-চোপড় বিতরণ করেন তিনি।
ডা. জাভেদ আহমেদের নেতৃত্বে মেডিক্যাল টিমের সদস্যরা অসুস্থদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহও করেন।
প্রবীণ নেতা এএইচ এম আবদুল হাই, ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, যুবনেতা হাবিবুন নবী সোহেল, আতিকুর রহমান সাদেকসহ দলীয় নেতাকর্মীরা কাদের সিদ্দিকীর সঙ্গে রয়েছেন।
মন্তব্য চালু নেই