বন্ধ হয়ে যাওয়া কিছু ফেসবুক আইডি খুলতে শুরু করেছে!

কয়েক দিন ধরে ধর-পাকড় শুরু করেছিল ফেসবুক কতৃপক্ষ। ভুয়া আইডি বন্ধে এই পদক্ষেপ নিয়েছিল ফেসবুক। তবে ফেসবুক ব্যবহারকারীদের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বৈধ আইডিগুলো খুলতে শুরু করেছে কর্তৃপক্ষ।

সোমবার ফেসবুক আইডি ব্লকড হয়ে যাওয়া অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে ২ জন আইডি ফিরে পেয়েছেন। ভুয়া আইডি ব্লকডের সময় কিছু বৈধ আইডিও বন্ধ করে ফেলে ফেসবুক।

১৫ এপ্রিল রাতে বাংলাদেশসহ ৪টি দেশে শুদ্ধি অভিযান পরিচালনা করে ফেসবুক। ওই রাতে দেশের অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের আইডি হারিয়েছেন। যদিও নিয়ম মেনে আইডি ফিরে পেতে আবেদন করায় এরই মধ্যে অনেকে আইডি ফিরে পেতে শুরু করেছেন।

প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামি বলেন, ‘আমরা ৪০ জনকে খুঁজে পেয়েছি, যারা তাদের আইডি খুইয়েছিলেন। এরই মধ্যে ৭-৮ জন তাদের আইডি ফিরে পেয়েছেন। ব্লকড আইডি ফিরে পাওয়ার শতকরা হার প্রায় ২০ শতাংশ।’

তিনি আরও জানান, ‘যাদের আইডি প্রকৃত অর্থেই ভুয়া, তাদেরগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু প্রকৃত আইডি যেগুলো ফেসবুকের সন্দেহের তালিকায় রয়েছে, সেগুলো উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরিফ নিজামি বলেন, ‘গুজবে কান না দিয়ে অযথা কিছু ফেসবুকে শেয়ার করা, নিজের নামে একাধিক অ্যাকাউন্ট খোলা বা অতিমাত্রায় লাইক দিলে, সে ফেসবুক আইডিটি ভুয়া অ্যাকাউন্ট হিসেবে শনাক্ত হওয়ার আশঙ্কা আছে।’



মন্তব্য চালু নেই