বন্ধুর নাম শোনাবে ফেসবুক
নাম এক, আর বিকৃত হয়ে দাঁড়াল আর এক। এমনটা তো হয়েই থাকে। বিশেষত ফেসবুকের বন্ধুদের ক্ষেত্রে এই ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশী।
আপনি থাকেন বাংলাদেশে, আর ফেসবুক বন্ধু প্যারিসে। আপনার বাংলাদেশী নাম সঠিকভাবে উচ্চারণ করা তাঁর পক্ষে খুবই কঠিন। সেই সমস্যা সমাধানে নামল এবার স্বয়ং ফেসবুকই।
ফেসবুকে আনা হচ্ছে নয়া ফিচার। যেখানে মিলবে বন্ধুদের নামের সঠিক উচ্চারণ। এবিষয়ে গবেষণা শুরু করা হয়েছে ইতিমধ্যেই। নয়া এই ফিচারে কোনও প্রোফাইল খুললে তার নামের পাশেই থাকবে একটি অডিও শোনার অপশন।
সেখানেই শোনা যাবে আসল উচ্চারণ। ফলে বন্ধুর নামের প্রকৃত উচ্চারণ শিখে নিতে আর কোনও কষ্টই করতে হবে না।
মন্তব্য চালু নেই