বন্ধুর নাবালক ছেলের সঙ্গে যৌন সম্পর্ক; অতঃপর
নিজের বন্ধুর নাবালক ছেলের সঙ্গেই একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এক পূর্ণবয়স্ক মহিলা। ঘটনাটি ইংল্যান্ডের ম্যাসাচুসেটস শহরের। ওই নাবালককে বারবার ধর্ষণের দায়ে ওই মহিলাকে সাড়ে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
জেনেল ফোলে (৩৮) নামে অভিযুক্ত ওই রাঁধুনি গত আড়াই বছর ধরে ওয়েমাউথ মিডল স্কুলে রান্নার কাজ করতেন। বর্ষবরণের রাতে ওই নাবালকের বাড়িতে পার্টি চলার সময়ে ফের সে এই কাণ্ড ঘটিয়েছিল। তবে ফোলে যে স্কুলে রান্নার কাজ করতেন, সেখানে ১৫ বছর বয়সি ওই নাবালক পড়াশোনা করত না।
বর্তমানে ফোলে ফ্রেমিংহ্যাম স্টেট প্রিজ়নে বন্দিদশা কাটাচ্ছেন। প্রশ্ন উঠছে, ওই মহিলার মানসিক অবস্থা নিয়েও। কারণ, বর্তমানে ফোলে চার সন্তানের জননী। এরপরেও সে কীভাবে এই ঘৃণ্য কাজ করতে পারল, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। আদালতও তার উপর আস্থা রাখতে পারেনি। ফলে তার শিশু রক্ষণাবেক্ষণের দায়িত্বেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
মন্তব্য চালু নেই