‘বন্দুকযুদ্ধে’ মানবপাচারকারী নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম সোনারপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাফর আলম প্রকাশ জাফর মাঝি নামের তালিকাভুক্ত মানবপাচারকারী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

শনিবার রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত জাফর মাঝি ওই এলাকার জহির আহমদের ছেলে। তার বিরুদ্ধে ৬-৭টি মানবপাচার মামলা রয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসাইন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মানবপাচারকারী ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে জাফর আহত হন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



মন্তব্য চালু নেই