বন্দরনগরী চট্টগ্রামে স্ত্রীদের সাথে ক্রিকেটাররা
১ম ও ২য় ওয়ানডে ম্যাচ মিরপুরে শেষ হয়েছে। সিরিজে ১-১ ব্যবধানে সমতা। প্রোটিয়াদের বিপক্ষে ৩য় ওয়ানডে ম্যাচে বুধবার বন্দরনগরী চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ দল। তাই সোমবার বিকালে দুদলই পৌঁছান চট্টগ্রামে।
তবে শুধু দলের সদস্যরাই ছিলেন না। ছিলেন সদস্যদের পরিবারও। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম ভ্রমণে তাই শুধু ম্যাচই খেলবেন না সাকিবরা। একই সঙ্গে বেড়ানোটাও হয়ে যাবে হয়তো।
রবিবার বিকালে তাই পরিবার সঙ্গে নিয়ে হোটেলে উঠতে দেখা গেলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কয়েক সদস্যকে। এর মধ্যে ছিলেন বাংলাদেশ দলের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান, ফিজিও বিভব সিং এবং প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস।
উল্লেখ্য, সিরিজের শেষ ওয়ানডে ছাড়াও চট্টগ্রামে একটি টেস্ট খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য চালু নেই