বদলে যাওয়া বাংলাদেশকে হোয়াটমোরের অভিনন্দন

বাংলাদেশের ক্রিকেটের সাথে তার অনেক স্মৃতি। এখানকার ক্রিকেট নিয়ে কাজ করে গেছেন বছর চারেক। তবে যে বাংলাদেশকে রেখে গিয়েছিলেন সেই বাংলাদেশ আর নেই। একটু একটু করে অনেক বদলে গেছে বাংলাদেশের ক্রিকেটের চেহারা। দূর থেকেই বদলে যাওয়া বাংলাদেশকে দেখেন মাশরাফি-সাকিব-তামিমদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।

বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তনও দৃষ্টি এড়ায়নি বিপিএলের দল বরিশাল বুলসের কোচ হয়ে বাংলাদেশে আসা হোয়াটমোরের। বাংলাদেশের ক্রিকেটে অনেক পরিবর্তনই দেখতে পাচ্ছেন ২০০৩ থেকে ২০০৭ পর্যবন্ত মাশরাফি-মুশফিকদের নিয়ে কাজ করা হোয়াটমোর। সর্বশেষ দেখেছেন ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারানোর দৃশ্য। যে জয়কে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা জয় বলছেন অস্ট্রেলিয়ান এই কোচ।

সাবেক শিষ্যদের এমন সাফল্যে পুলকিত হচ্ছেন হোয়াটমোর। মুশফিকুবাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বরিশাল বুলসের অনুশীলনের ফাঁকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় নিয়ে হোয়াটমোর বলেন, ‘আমি যেটা পারিনি, সেই টেস্ট জয়টা বাংলাদেশ পেয়েছে। আমি মনে করি এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ বিজয়। অভিনন্দন বাংলাদেশকে।’

বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তন নিয়ে মাশরাফিদের সাবেক বস বলছেন, ‘আমি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আগাগোড়া অনেক পরিবর্তন এসেছে। ক্রিকেট বোর্ড কঠোর পরিশ্রম করেছে এ জয়টাকে আনতে। নাহলে এমনটা হতো না। খুব ভাল কোচিং স্টাফ, ভাল খেলোয়াড় এবং সবচেয়ে জরুরী বিষয় দক্ষতাটা বেশ ইতিবাচকভাবেই বেড়েছে। এটা ততোক্ষণ বজায় থাকতে যতদিন এ বিষয়গুলো ধরে রাখা যাবে।’

শনিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু হবে বরিশাল বুলসের। ভালো শুরুর দিকেই নজর হোয়াটমোরের, ‘আমরা শনিবার চিাটাগং ভাইকিংসের বিরুদ্ধে অভিযান শুরু করবো। গত বছর যে দলটি খেলেছে তারচেয়ে অবশ্যই এবার আলাদা দল। আমরা টুর্নামেন্টটা উপভোগ করতে চাই। নিজেদের সেরাটা দিয়ে এগোতে চাই আমরা।’



মন্তব্য চালু নেই