বডি স্প্রে ব্যবহার ত্বকের জন্য কী ক্ষতিকর ?
গরম বাড়লেই সাধারণত আমাদের বডি স্প্রের ব্যবহার বাড়ে৷ যদিও অনেকেই সারাবছরই বডি স্প্রে ব্যবহার করেন ৷কিন্তু সারা শরীরে সুগন্ধী আবেশের ছোঁয়া পেতে গিয়ে হিতে বিপরীত হচ্ছে ৷ বডি স্প্রে ক্ষতি করছে আমাদের ত্বকেরই ৷ বডি স্প্রে-ত্বকের পক্ষে ক্ষতিকারক বলেই জানাচ্ছেন বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞগণ।
কী কী সমস্যা হচ্ছে?
১. বডি স্প্রের কেমিক্যালস থেকে ত্বকে র্যাশের সমস্যা দেখা দিচ্ছে ৷
২. ত্বকে কালো ছোপ।
৩. চুলকানি।
৪. স্কিন ক্যানসার।
ত্বকে বডি স্প্রে সরাসরি না দেওয়াই ভালো বলে মনে করছেন চিকিৎসকরা ৷ তবে জামার ওপর বডি স্প্রে দেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন তারা৷
মন্তব্য চালু নেই