বড় ভাই থাকার সুফল

একজন বড় ভাই থাকা হচ্ছে একজন অতিরিক্ত অভিভাবক থাকা, নয় কি? সে সবসময় প্রভুত্ব বিস্তার যা খুব বিরক্তিকর। কিন্তু এই ব্যক্তিই আপনাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। যদি আপনার একজন বড় ভাই থাকে তাহলে আপনি পৃথিবীর একজন নিরাপদতম মানুষ। বড় ভাই থাকার রয়েছে বেশ কিছু সুফল। কিভাবে? আসুন জেনে নিন:

১। প্রত্যেকটি বড় ভাই তার ছোট ভাইবোনদের নিজের সন্তানের মত যত্ন করে।

২। মা-বাবার অবর্তমানে বা তাদের অযোগ্যতায় বড় ভাই-ই সব দ্বায়িত্ব পালন করে এবং প্রতিটি জরুরী মুহুর্তে পাশে থাকে।

৩। সে বিভিন্ন চমকপ্রদ স্থানে ঘুরতে নিয়ে যায়। যেমন- রেস্টুরেন্ট, লংড্রাইভ, বা সুন্দর কোনো স্থানে।

৪। সে যে কোনো সময় ছোটবোনের সব কাজ করে দিতে প্রস্তুত ত থাকে। এমনকি অদ্ভুত সময়েও বোনের জন্য আইসক্রিম এনে দিতে পারে।

৫। বোনদের জন্য, তিনি দেহরক্ষী এবং ড্রাইভার হতেও রাজি থাকে। তাদের জন্য সে সবসময় একটি প্রতিরক্ষামূলক ব্যাবস্থা করে রাখে।

৬। ছোট ভাইয়ের সাথে সে তার কাপড়, জুতা এবং পারফিউমসহ সবকিছুই শেয়ার করতে প্রস্তুত থাকে।

৭। অত্যন্ত মন খারাপ হলে সে মন ভালো করতে সর্বাত্মক চেষ্টা করে। বড় বাই ছোট কিছুতেই ছোট ভাইবোনদের চোখে জল সহ্য করতে পারে না।

৮। সে সর্বদা ভাইবোনদের গঠনমূলক সমালোচনা করে থাকে। এবং জীবনের প্রতিমূহুর্তে আদর্শনীয় ও বাস্তবধর্মী উপদেশ দিয়ে থাকে।

৯। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে নানা বিড়ম্বনায় পড়তে হয়। তাই এ বিষয়ে আপনাকে সাহায্য করতে পারেন একজন বড় ভাই।

১০। একজন নারীর পুরুষদের সম্পর্কে জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন ভাই এই

জ্ঞানের অভাব পূরণ করতে পারে। একটি মেয়ে তার ভাইয়ের সঙ্গ থেকেই বোঝেন যে, ছেলেরা কেমন হয়, তারা কী পছন্দ করেন এবং তারা কী চান ইত্যাদি। বড় ভাই হয়ে ওঠে বোনের সবচেয়ে কাছের বন্ধু।

একজন বড় ভাই থাকার সুফল অনেক। এই সুফলটি ছোট ভাই-বোনেরা আজীবন ভোগ করেন। অনেক বিষয় আছে যা একার পক্ষে করা কখনোই সম্ভব নয়। কিন্তু ভাই এগিয়ে আসলে নিমিষেই তার সমাধান সম্ভব। ফলে এ জন্য অন্যদের উপদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। -সূত্র: ইন্ডিয়া টাইমস।



মন্তব্য চালু নেই