বড়সড় যৌন-আসর ভেঙে ২৬ যুবতীকে গ্রেফতার করল পুলিশ
মহারাষ্ট্রের পুলিশ এক মধুচক্রের আসর থেকে উদ্ধার করল ২৬জন কিশোরীকে৷ ঘটনায় গ্রেফতার ৫ ৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার মারফৎ খবর পেয়ে অভিযান চালায় পুলিশ৷ উদ্ধার হয় হয় কিশোরীরা৷ উদ্ধার হওয়া কিশোরীরা কলকাতা, মুম্বই ও ঝাড়খন্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ পুনে সতারা রোডের একটি বাড়িতে পুলিশ হানা দিয়ে উদ্ধার করা হয়েছে তাদের৷ খবরঃ কলকাতা
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই যুবতীদের বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা হয়৷ এরপর জোর করে এই কাজে এদেরকে নামানো হয়৷ মানবপাচারের বিরূদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য ফ্রীডম প্রোজেক্ট’ ইন্ডিয়ার থেকে খবর পেয়ে তল্লাশি করতে আসে পুলিশ৷ বিভিন্ন প্রলোভনের ফাঁদ দেখিয়ে আকৃষ্ট করা হত এই সমস্ত যুবতীদের মধুচক্রের প্রতি৷ কিছুদিন ধরেই পুনের সতারো রোডের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মধুচক্র চালানো হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃতদের গ্রেফতার করে জেরা করার মাধ্যমে এই চক্রে জড়িত মূল পান্ডাদের খোঁজার চেষ্টা করছে পুলিশ৷
২৬জন কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় এদেরকে পাঠিয়ে দিয়েছে পুলিশ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই রকম ভাবেই হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মধুচক্র ব্যবসার বিনাশ ঘটাবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ৷
মন্তব্য চালু নেই