বছর ৫০ পর উদ্ধার ‘বরফ’ আলিঙ্গনে জমাট যুগল (ভিভিওসহ)
প্রায় ৫৬ বছর আগেকার কথা। সেই তখন তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। অকৃত্রিম ভালোবাসার বাঁধনে আজও সেই বাঁধন অটুট। পর্বতের শৃঙ্গে শ্বেতশুভ্র তুষার ধসের নিচে দু’টি মমি ঘন আলিঙ্গনাবদ্ধ!। হ্যাঁ, মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবায় উদ্ধার হল এমন দু’টি মমি, যারা শেষ সময়েও উষ্ণতা ভাগ করে
নিচ্ছিলেন। সেই অবস্থাতেই কেটে গেল টানা ৫৬ বছর।।
মেক্সিকো সরকার জানিয়েছে, ১৯৫৯ সালে পিরো ডে ওরিজাবা অভিযানে গিয়েছিল একটি অভিযাত্রী দল। দীর্ঘ ৫৬ বছর পর সেই দলেরই দুই সদস্যের মমি উদ্ধার করল আরেক অভিযাত্রী দল।
অভিযাত্রী দলের সদস্য ফ্রান্সিসকো রডরিগেজ জানিয়েছেন, ১৯৫৯ সালের ২ নভেম্বর পিরো ডে ওরিজাবায় একটি তুষারঝড়ের কবলে পড়ে একদল অভিযাত্রী। সেই সময় বাকিদের দেহ উদ্ধার করা গেলেও, দু’জনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীকালে তাঁদের নিখোঁজ বলেই ঘোষণা করা হয়। তুষারের নিচে চাপা পড়া সেই দুই অভিযাত্রীর মমিই উদ্ধার হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে তারা এখনো পরস্পরকে জড়িয়ে ধরে আছেন।
মমিগুলির ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকারীদের বক্তব্য, আরো একটি দেহ উদ্ধার হতে পারে ওই অঞ্চল থেকেই।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=1w5KYkw0Dzo
মন্তব্য চালু নেই