বছরের শুরুতেই অভিষেক তানহার

বছরের শুরুতেই বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তানহা তাসনিয়ার। জানা গেছে সবকিছু ঠিক থাকলে ১৫ই জানুয়ারি মুক্তি পাবে তানহা তাসনিয়া অভিনীত প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’। রফিক শিকদার পরিচালিত এ ছবিতে তানহার বিপরীতে অভিনয় করেছেন নিরব।

তানহা তাসনিয়া বলেন, ‘বেশ ভালো লাগছে, এবার আমার অপেক্ষার পালা শেষ হচ্ছে।’ তবে অপেক্ষার পালা শেষ হবার জন্য কিন্তু অপেক্ষা করে বসে নেই এ নায়িকা। ‘ভোলা তো যায় না তারে’ ছবির শুটিং শেষ হবার আগেই শুরু করেন শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’। এতে তানহার নায়ক শাকিব খান।

এদিকে এ মাসেই চুক্তিবদ্ধ হলেন আরও দুটি ছবিতে। একটি হচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘জানবাজ’। এতে তানহার বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী। আরেকটি হচ্ছে রায়হান মুজিব পরিচালিত ময়না পাখির সংসার। এতে তানহার বিপরীতে অভিনয় করবেন আসিফ ইমরোজ।



মন্তব্য চালু নেই