সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি
বঙ্গোপসাগরে ভারতের অধিকার নিরঙ্কুশ হয়েছে : বিএনপি
ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছেন তাতে বঙ্গোপসাগরে ভারতের অধিকার নিরঙ্কুশ হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানি সম্পদ মন্ত্রী এম হাফিজ উদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পঁচিশ হাজার বর্গমাইলকে বিরোধপূর্ণ বলা হয়। তা বিরোধপূর্ণ না পুরোটাই বাংলাদেশের। আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ টিমের প্রস্তুতি যথেষ্ট ছিল না। ভারতীয় নাগরিক আদালতের বিচারপতি টিএস রাও তাদের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন। কিন্তু বাংলাদেশের ড. কামাল হোসেন, কেএস মোরশেদ থাকতেও তাদের নেয়া হয়নি। সরকার যে বিজয়ের কথা বলছে তা আসলে বিজয় নয় বরং দক্ষিণ তালপট্টি দ্বীপ সহ ছয় হাজার বর্গমাইল সীমানা বাংলাদেশের হাতছাড়া হয়েছে। এ ধরণের গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক রঙ না লাগানোই ভালো।’
এ রায়ের ফলে বঙ্গোপসাগরের যে ব্লকগুলোর অধিকাংশ পাওয়া গেছে তার সঠিক ব্যাখ্যাও দাবি করেছে বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী প্রমুখ।
মন্তব্য চালু নেই