বঙ্গভবনের উদ্দেশ্যে খালেদা জিয়া

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল ৩টা ৫মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওয়ানা করেন তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা করবেন।



মন্তব্য চালু নেই