বঙ্গবন্ধু হলের আসন বরাদ্দের তালিকা প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু হলের আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এক নোটিশের মাধ্যমে এ আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়। আগামী মাসের ১ম সপ্তাহে হল আবাসিকতা দেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আসন বরাদ্দের নোটিশে হল আবাসিকতা গ্রহনকারিদের আগামী ১৩/৯/১৫ ইং তারিখ থেতে ১৫/৯/১৫ ইং তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় অস্থায়ী জনতা ব্যাংক শাখায় নির্দিষ্ট পরিমান অর্থ দিয়ে হল আবাসিকতা গ্রহণ করার জন্য বলা হয়েছে।
হল আবাসিকতার জন্য নি¤েœাক্ত হারে অর্থ গ্রহণ করা হবে।

আবাসিকতা ভর্তি ফরম ১০০ টাকা (এককালীন)। আইডি কার্ড ৫০ টাকা। মাসিক সটি ভাড়া(আবাসিক ছাত্র) ২৫০ টাকা( তিন মাসে মোট ৭৫০ টাকা)। হল ক্রীড়া ১০০ টাকা। হল সাহিত্য ও সংস্কৃতি ১০০ টাকা।পত্র-পত্রিকা ১০০ টাকা।হল বার্ষিকী ১০০ টাকা।এস্টাবিলিশমেন্ট ৫০০ টাকা (পূর্বে যারা হলে অধিভুক্ত ফি দেয়নি তাদের জন্য প্রযোজ্য )। হল আবাসিকতার জন্য সর্বমোট ২৮০০ টাকা লাগবে।

হলে আবাসিকতার সময় সঙ্গে যা আনতে হবে: ১.বিশ্ববিদ্যালয় প্রদত্ত আইডি কার্ড ২ .ব্যাংকে টাকা জমাদানের রশিদ ৩.পূরণকৃত আবাসিকতার ভর্তি ফরম (আবাসিকতার ভর্তি ফরম হল থেকে সরবরাহ করা হবে)।

উল্লেখ্য যে, গত ৩০ ও ৩১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।



মন্তব্য চালু নেই