বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪১তম শাহাদাত বাষিক উপলক্ষে আলোচনা সভা
শরীয়তপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪১তম শাহাদাত বাষিক উপলক্ষে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠতি শনবিার সকালে চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে চিকন্দী শরফ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জাতীয় শোক দিবসের আয়োজন করা হয়।
চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক মেহেদী জামিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদার, এড. মনজুরুল আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
মন্তব্য চালু নেই