মাগুরায় বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোশকতায়

বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টে টাঙ্গাইলের আরিয়ান স্পোর্টিং ক্লাব বিজয়ী

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সোমবার বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ ও প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে অমিমাংসীত হওয়ায় টাইব্রেকারে টাঙ্গাইলের আরিয়ান স্পোর্টিং ক্লাব গোপালগঞ্জ আবাহনী ক্রিড়া চক্রকে ৫-৪ গোলে পরাজিত করে।

আছাদুজ্জামান ফুটবল একাডেমীর আয়োজনে বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোশকতায় অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধের ২৮ মিনিটে আরিয়ান স্পোর্টিং ক্লাবের আতিক ১টি গোল করেন। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের মাথায় গোপালগঞ্জ আবাহনী ক্রিড়া চক্রের পক্ষে সাকিব সমতা সূচক গোলটি করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে টাঙ্গাইলের আরিয়ান স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলের ব্যবধানে গোপালগঞ্জ আবাহনী ক্রিড়া চক্রকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের পক্ষে আতিক প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ।



মন্তব্য চালু নেই