‘বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের বিচ্ছেদ সবচেয়ে বড় ট্রাজেডি’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের ঐক্যে যারা ফাটল ধরিয়েছিল তাদের দেশের শত্রু অ্যাখ্যা দিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেন বলেছেন, এই দুজনের বিচ্ছেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনা। স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে ‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য কামাল। শুক্রবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমেদের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কামাল বলেন, “অঙ্ক করে বাংলাদেশের সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধকে মেলানো যাবে না। বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের বিচ্ছেদ স্বাধীন বাংলার ইতিহাসে সব থেকে বড় ট্রাডেজি- এটা একশ’ পার্সেন্ট ঠিক কথা। এটা আমি এফিডেভিড করে লিখে দিয়ে যেতে চাই। “যারা বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের ঐক্যে ফাটল ধরিয়েছে তারা অভিশপ্ত, এদেশের শত্রু।” ইতিহা্সকে ধরেই একটা জাতি বাঁচতে পারে মন্তব্য করে ড. কামাল বলেন, তরুণ প্রজন্মের জন্য এ ধরনের ইতিহাস লেখা গুরুত্বপূর্ণ। “রাজনীতিতে যে নীতির কতো গুরুত্ব এই দুজনের (বঙ্গবন্ধু ও তাজউদ্দীন) কাছ থেকে বুঝেছি। নীতির রাজনীতি আমরা তাদের মধ্যে দেখেছি। যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণের কাছে দেয়া ওয়াদার কথাই তারা প্রথম চিন্তা করতেন।”
তাজউদ্দীনকে নিয়ে লেখা গ্রন্থ প্রসঙ্গে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এখানে কিছু কথা আছে যা বিতর্কের সৃষ্টি করবে। কারণ একটা সময় থেকে, দৃষ্টিভঙ্গি থেকে লেখক বিষয়টাকে দেখেছেন। তবে সত্যের যতদূর কাছে পৌঁছানো যায় তিনি সেই চেষ্টা করেছেন। বাংলাদেশ সৃষ্টির বিরোধিতাকারীরা একাত্তরে তারা হেরে গেলেও পঁচাত্তরে জিতে যায় বলে মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার আমীর উল ইসলাম ২৫ মার্চের কালরাত থেকে শুরু করে তাজউদ্দীন আহমদের সঙ্গে কাটানো কয়েকটি বিশেষ মুহূর্ত তুলে ধরেন। তিনি বলেন, এই বইয়ে তাজউদ্দীন আহমদের জীবন ও বাংলাদেশের মূল দর্শনের মিল আছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস উন্মোচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের রাজনৈতিক জীবন ও দর্শনের বিষয়গুলো তুলে ধরেন। দুই নেতার মতপার্থক্যের বেশ কিছু দিকও তুলে ধরেন তিনি।
বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী হাজী গোলাম মুরশেদ স্মৃতিচারণ করে বলেন, সততা, সত্যবাদিতা আর মর্যাদাবোধকে এক করলে হয় তাজউদ্দীন। “আমি কখনোই কারো সহকারী ছিলাম না, সহকর্মী ছিলাম। আমি নেতা-পরিচালক খুঁজেছি। বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের মধ্যে আমি তা পেয়েছি।”
তাজউদ্দীন আহমদের কলেজ জীবনের বন্ধু এম এ করীম বলেন, “আমরা কৃষক পরিবারের সন্তান হওয়ায় বন্ধুত্বটা তাড়াতাড়িই হয়ে যায়। তবে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের শোষণ থেকে এখনো মুক্তি মেলেনি।” স্মৃতিচারণে তিনি বন্ধু তাজউদ্দীনর সঙ্গে কাটানো বেশ কিছু ঘটনা তুলে ধরেন। শারমিন আহমেদ বলেন, “মেয়ে হিসাবে বাবাকে নিয়ে লিখা ভীষণ কষ্টকর। কিন্তু ইতিহাসকে তুলে আনার প্রয়াস ছিল। ভুল-ত্রুটি যা আছে তা সংশোধন করা হবে।” তাজউদ্দীনের ছোট ভাই আফসার উদ্দীন আহমেদ, ঘনিষ্ঠ সহকারী মঈদুল হাসান, ছোট মেয়ে মাহজাবিন আহমেদ মিমি, গ্রন্থের লেখক শারমিনের স্বামী আমর খাইরি আব্দুল্লা ও বইয়ের প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বক্তব্য রাখেন।
অন্যরা এখন যা পড়ছেন
শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতার লেখক এখন ছাত্রলীগ নেতা
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেয়া একজনকে ইতালি শাখার সহসভাপতি এবংবিস্তারিত
ওবায়দুল কাদেরকে আমন্ত্রণ জানাতে গিয়ে ফিরে এলো বিএনপি
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ঘোষণার সংবাদ সম্মেলেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেবিস্তারিত
নতুন জোট করলেও সরকারের সঙ্গে থাকবে জাতীয় পার্টি : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এর আগে দেশেরবিস্তারিত
খালেদার আমন্ত্রণপত্র নিয়ে আ. লীগ কার্যালয়ে যাচ্ছে বিএনপি
বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করবেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলনেবিস্তারিত
জোট গড়া আর ভাঙার ‘কারিগর’ এরশাদ
নির্বাচনে অংশ নিতে আবার জোট গঠনের ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তারবিস্তারিত
‘আগামী নির্বাচনে কারও দায়িত্ব নিতে পারব না’
আগামী নির্বাচনে কারও দায়িত্ব নেবেন না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত
ছাত্রলীগকে ওবায়দুল কাদের : হলে কেন পলিটিক্যাল রুমের দরকার হবে?
পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক হলে ছাত্রলীগ নেতাদের কথিত ‘পলিটিক্যাল রুম’দখলের সমালোচনা করেছেন আওয়ামী লীগেরবিস্তারিত
এরশাদের ‘ডিগবাজি জোটে’ মাথাব্যথা নেই ১৪ দলের
নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গঠন করে ফের রাজনৈতিক সমীকরণে আসার চেষ্টা করছে সংসদের বিরোধীবিস্তারিত
বিএনপির ‘ভিশন-২০৩০’ তামাশা
বিএনপির ভিশন-২০৩০ কে তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার আওয়ামীবিস্তারিত
৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট ঘোষণা
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৫৮ রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট ঘোষণাবিস্তারিত
বাংলাদেশে পুতুল সরকার চায় অ্যামনেস্টি : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অভিযোগ করেছেন, ‘মানবাধিকার’ বিষয়কবিস্তারিত
এনপিপি চেয়ারম্যান নিলু আর নেই
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান (এনপিপি) শেখ শওকত হোসেন নিলু আর নেই (ইন্নালিল্লাহি ….রাজেউন)। শনিবার রাতবিস্তারিত
স্বতন্ত্র এমপিদের দলে টানছে আ.লীগ
২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে (এমপি) দলেবিস্তারিত
পাচারের টাকায় কানাডায় বেগমবাজার : রিজভী
বাংলাদেশ থেকে টাকা পাচার করে সরকারি দলের নেতারা কানাডায় স্ত্রীদের নামে জায়গা-জমি কিনেছেন বলে অভিযোগবিস্তারিত
নির্বাচনকালীন সরকার ইস্যুতে বিএনপি অনড় থাকলে সুযোগ নেবে আ.লীগ
নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপি অনড় থাকলে এর সুযোগ নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির এই দাবিকেবিস্তারিত
মন্তব্য চালু নেই