বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের লোগো উন্মোচন
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান পুরুষ সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো। আগামী ২২ থেকে ২৮ ডিসেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভলিবলের এ আন্তর্জাতিক প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ, আফগানিস্থান, নেপাল, কিরগিজস্থান, উজবেকিস্থান ও মালদ্বীপ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি পাঁচতারা হোটেলে টুর্নামেন্টের লোগো উম্মোচন করেন প্রতিযোগিতার জন্য গঠিত সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, লোটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া সম্পাদক হারুন-অর-রশিদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ফেডারশনের সভাপতি মো. আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আসলাম সানী, সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
মন্তব্য চালু নেই