বঙ্গবন্ধুর সমাধিস্থলে আগামীকাল বেরোবি শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আগামীকাল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করতে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যকরী সংসদের সদস্যবৃন্দ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক তাবিউর রহমানের নের্তৃত্বে সমিতির সদস্যবৃন্দ আজ বৃহস্পতিবার রাতেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।
স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সমাধিতে সমিতির পক্ষ থেকে আগামীকাল শুক্রবার (৪ মার্চ) পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হবে। এসময় জাতির জনকের কবর জিয়ারত করারও কথা রয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ওই দিন বিকেলেই রংপুরে ফিরে আসবেন সমিতির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিরঙ্কুশ জয়লাভ করে শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ। এর পর গত ০৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করে সমিতি।



মন্তব্য চালু নেই