বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফেরত পাঠানোর আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফেরত পাঠানোর জন্য আশ্রয়দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদফতরে শনিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় আংশিক কার্যকর হয়েছে। এখনো কিছু খুনী দেশের বাইরে পালিয়ে আছে। যে সকল দেশে এ সব খুনীরা পালিয়ে আছে, সে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাব, বিচারের জন্য তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাই এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার ও তার পবিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক প্রমুখ।



মন্তব্য চালু নেই