“বঙ্গবন্ধুর দর্শন” নামে বিভাগ খোলার দাবী ছাত্রলীগের
শাহাদত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু দর্শন নামে একটি বিভাগ খোলার দাবী করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
আজ ( রবিবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এই দাবী করেন।
জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ছাত্রলীগ সভাপতি বলেন,”জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হয় বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৭২ সালে। তাই এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর দর্শন নামে বিভাগ চালু বঙ্গবন্ধু নিয়ে গবেষণার পরিধি বিস্তর করা হউক।তার এ দাবীকে উপস্হিত ছাত্রলীগ কর্মীরা স্বাগত জানায়।
মন্তব্য চালু নেই